• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

"যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা গড়বই"


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫, ০৩:৫২ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঈদুল ফিতরের নামাজ শেষে তিনি বলেছেন, "যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা গড়বই।"

ড. ইউনূস তাঁর বক্তব্যে দেশের সকল মুসল্লি, নারী ও প্রবাসী শ্রমিকদের ঈদের শুভেচ্ছা জানান। তিনি ঈদের দিনকে একটি নৈকট্য ও ভালোবাসার দিন হিসেবে উল্লেখ করেন, যেখানে দেশের সব মানুষের মধ্যে ঐক্য সৃষ্টির গুরুত্ব তুলে ধরেন। তিনি আরো বলেন, "আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, সেটি স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আমরা একটি শক্তিশালী ও উন্নত জাতি হিসেবে এগিয়ে যাব।"

এসময় ড. ইউনূস জুলাইয়ের যোদ্ধাদের স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁদের স্বপ্ন বাস্তবায়নে একসাথে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে এগিয়ে যাব, এবং গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ ও আহতদের জন্য প্রার্থনা করতে হবে।"

এই ঈদুল ফিতরের নামাজের পর ঐক্য, শান্তি এবং অগ্রগতির বিষয়ে ড. মুহাম্মদ ইউনূসের বার্তা দেশের মানুষের মাঝে এক নতুন আস্থার সঞ্চার করেছে। তিনি বলেছেন, একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে।

এতে অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, যার মধ্যে ছিলেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, সুপ্রিম কোর্টের বিচারপতি, কূটনীতিক এবং নানা সেক্টরের বুদ্ধিজীবী ও প্রশাসনিক ব্যক্তিত্বরা।

ড. ইউনূসের এই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেশবাসীর মাঝে এক নতুন শক্তি এবং সাহস জাগিয়েছে, যা ভবিষ্যতে দেশটির অগ্রগতির পথে অগ্রণী ভূমিকা রাখবে।


Side banner
Link copied!